ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইউরোপ ভ্রমণে নতুন পদ্ধতির আওতায় বাংলাদেশিরাও

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৬:৩১ পিএম

ইউরোপে ভ্রমণকারী বাংলাদেশিসহ নন-ইইউ দেশের নাগরিকদের জন্য রোববার (১২ অক্টোবর) থেকে চালু হয়েছে নতুন এন্ট্রি ও এক্সিট সিস্টেম (EES)। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঢাকা অফিস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ২৯টি ইউরোপীয় দেশে স্বল্পমেয়াদি ভ্রমণের সময় যেসব বাংলাদেশি প্রবেশ করবেন, তাদের ভ্রমণ নথি, আগমনের ও প্রস্থানের তারিখ এবং বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ ও মুখের ছবি) সংরক্ষণ করা হবে।

এন্ট্রি/এক্সিট সিস্টেম (EES) ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। শেনজেনভুক্ত ২৯টি দেশ এই নিয়মের আওতায় থাকছে। এর মধ্যে আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইন অন্তর্ভুক্ত হলেও আয়ারল্যান্ড ও সাইপ্রাস এতে আপাতত থাকছে না।

এন্ট্রি এবং এক্সিট সিস্টেম (ইইএস) অনুযায়ী, নন-ইইউ নাগরিকরা প্রথমবার শেনজেন অঞ্চলে প্রবেশ করলে তাদের বায়োমেট্রিক ডেটা নেওয়া হবে। ভবিষ্যতে একই তথ্য দিয়ে প্রবেশ সহজ হবে, তবে প্রবেশ ও প্রস্থানের সময় প্রতিবার রেকর্ড করা হবে। এতে ইইউ অঞ্চল ভ্রমণের সময়সীমা (৯০ দিন) সঠিকভাবে পর্যবেক্ষণ সম্ভব হবে। ব্রিটিশ পর্যটকরাও এই নতুন পদ্ধতির আওতায় পড়বেন।

এ নিয়ম প্রযোজ্য হবে ২৯টি ইউরোপীয় দেশে এবং শুধু নন-ইইউ ভ্রমণকারীদের জন্য। এ সিস্টেম পুরো ইউরোপে কার্যকর হবে ২০২৬ সালের এপ্রিলের মধ্যে।

DR/FJ
আরও পড়ুন