জুলাই বিপ্লবে যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার করতে সরকার জাতির কাছে প্রতিশ্রুতিবন্ধ বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় জিয়া সাইবার ফোর্স আয়োজিত আলোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।
এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচন ও বিচারের ব্যাপারে সরকার তার সঠিক পথে এগিয়ে যাচ্ছে। সেই পথে অনেক মতবাদ, মতপার্থক্য থাকবে, তা কিভাবে মোকাবিলা করতে হবে তা সরকার ভালোভাবে জানে। সুতারং বিচলিত হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নয়।
তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ১৭/১৮ বছর পর দেশের মানুষ ভোট দেয়ার স্বাদ পাবে। যত বাধাই আসুক বর্তমান সরকার তার নিদিষ্ট লক্ষ্যে পৌঁছাবে।
জুলাই সনদে সই করার নাম জাতীয় ঐক্য নয়: নাহিদ