ঢাকা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৪:২৪ পিএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনের একটি অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ এ তথ্য নিশ্চিত করেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগুন লাগার পর রানওয়ে কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষমাণ রয়েছে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে বিকল্প হিসেবে চট্টগ্রামে চলে গেছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর আবার চট্টগ্রামে ফিরে গেছে।

এর আগে দুপুর আড়াইটার দিকে কার্গো এলাকায় হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার ইউনিট, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার টিমসহ ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সব সংশ্লিষ্ট সংস্থা একযোগে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

DR/FJ
আরও পড়ুন