ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অগ্নিকাণ্ডের পর শাহজালাল বিমানবন্দরে পণ্য খালাস শুরু

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৯:২৪ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্থগিত থাকা আমদানি পণ্য খালাস প্রক্রিয়া আবারও শুরু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেটে এ প্রক্রিয়া শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাভিয়েশন সিকিউরিটি (অ্যাভসেক), আনসার সদস্য ও কাস্টমস কর্মকর্তারা।

ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদউল্লাহ বলেন, ‘অগ্নিকাণ্ডে কার্গো ভিলেজে অনেক প্রতিষ্ঠানের আমদানি পণ্য পুড়ে গেছে। তবে কিছু পণ্য সরিয়ে নেওয়ায় সেগুলো অক্ষত আছে। কার্গো ভবনের গেট দিয়ে খালাসের পরিবেশ না থাকায় আপাতত ৯ নম্বর গেট দিয়ে খালাসের ব্যবস্থা করা হয়েছে।’

গেটে দায়িত্বে থাকা বিমানবাহিনীর সার্জেন্ট স্বপন আরান জানান, ‘আমদানি করা মালামাল বের করা শুরু হয়েছে। ভেতরে কাস্টমসের কর্মকর্তারাও কার্যক্রম শুরু করেছেন।’ গেটে আনসার সদস্য ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

কাস্টমস সূত্রে জানা যায়, আপাতত জিএসই মেইনটেন্যান্স এলাকায় পণ্য রাখার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। সেখানেই পণ্যের কায়িক পরীক্ষা সম্পন্ন করে খালাস দেওয়া হচ্ছে।

গত শনিবার (১৮ অক্টোবর) বিকেল আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন আমদানি কার্গো ভিলেজ হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট প্রায় সাত ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সম্পূর্ণ নির্বাপণ হয় পরদিন (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে।

অগ্নিকাণ্ডে আমদানি কার্যক্রম কয়েকদিন বন্ধ থাকলেও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে বিমানবন্দরের কার্যক্রম।

DR/FJ
আরও পড়ুন