দেশের বর্তমান বাস্তবতায় ১০-২০ কোটি টাকা না থাকলে নির্বাচন করা যায় না। আর করলেও জামানত বাজেয়াপ্ত হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ‘নভেম্বর থেকে জুলাই: বিপ্লব থেকে বিপ্লবে’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কারো ১০-২০ কোটি টাকা না থাকলে নির্বাচন করা যায় না। করতে পারবে, নমিনেশন কিনতে পারবে, তবে জামানত বাজেয়াপ্ত হবে। এই বাস্তবতায় আসলে যাদের কালোটাকা আছে, তাদেরই সুযোগ আছে আরকি নির্বাচনে অংশগ্রহণ করার। অথবা কাউকে যদি কেউ (টাকা) দেয়। কারো টাকা নিয়ে যে নির্বাচন করবেন, নির্বাচিত হয়ে আসার পর তো আপনাকে তার স্বার্থ বাস্তবায়ন করতে হবে। ...সে জন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয়, ইলেকশন কী করব, না করব না। করলে কীভাবে করব। মানুষ টাকা ছাড়া ভোট দেবে কি না।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সংস্কার, বিচার ও গণতান্ত্রিক রূপান্তর-এই তিনটি বিষয় নিয়ে আলোচনা চলছিল। বিচার প্রক্রিয়া অগ্রগতি দেখাচ্ছে এবং আগামী ১৩ নভেম্বর একটি রায় ঘোষণার কথা রয়েছে। কিন্তু এই প্রেক্ষাপটে ঢাকায় ফ্যাসিবাদী শক্তি লকডাউন ডেকেছে।
উপদেষ্টা আরও উল্লেখ করেন, জোহরান মামদানির মতো কয়েকটি ব্যতিক্রম ছাড়া সাধারণভাবে এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। ৩০০ আসনের নির্বাচনে মাত্র এক-দুইজন ব্যতীত এভাবে টাকা ছাড়া নির্বাচন জয় করা প্রায় অসম্ভব।
