ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিমানবাহিনীর আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত 

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম

বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) চট্টগ্রামে অবস্থিত বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক-এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চূড়ান্ত খেলায় বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল ৩-০ সেটে বিমানবাহিনী ঘাঁটি বাশার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দলের এসি-২ নাসিম শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হন। 

সমাপনী অনুষ্ঠানে বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিমানসেনা ও ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কমান্ড্যান্ট এয়ার কমডোর মো. মাহফুজুর রহমান, জিইউপি, বিইউপি, এএফডব্লিউসি, পিএসসি প্রতিযোগিতার উদ্বোধন করেন। ৫ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমানবাহিনীর ৭টি দল অংশগ্রহণ করে।

NJ
আরও পড়ুন