ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে শঙ্কার কিছু নেই: ডিএমপি কমিশনার

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা চলছে, তবে রাজধানীতে শঙ্কার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, ঢাকা মহানগরীতে অপরাধ বর্তমানে নিয়ন্ত্রণে এবং সন্তোষজনক পর্যায়ে আছে। এপ্রিল-মে মাসে যে হারে ছিনতাই চাপাতি দিয়ে দিনের বেলা রাস্তায় যা হচ্ছিল। সেই ঘটনা এখন আর নেই।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। গত তিন দিনে রাজধানীতে ১৭টি ককটেল বিস্ফোরণ, ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, আর ঝটিকা মিছিল হয়েছে ১৪টি। এসব কর্মসূচিতে জড়িত ৫৫২ জন গ্রেপ্তার করেছে ডিএমপি। তবে গ্রেপ্তারদের অধিকাংশই রাজধানীর বাইরে থেকে আসা। হেলমেট ও মাস্ক পড়ে হামলা চালানো হচ্ছে। এসব কাজে অপ্রাপ্ত বয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে।
 
অপরিচিত কাউকে আশ্রয় না দেয়ার আহ্বান জানিয়ে রাজধানীবাসীর উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, নিজের যানবাহন অন্য কাউকে দেয়ার আগে ও আগন্তক কাউকে সন্দেহ হলে পুলিশকে জানাবেন।

তিনি আরও বলেন, মোহাম্মদপুরের অবস্থারও এখন ব্যাপক উন্নতি হয়েছে। একটি হলো অপরাধের জগত আর একটি হলো আইন শৃঙ্খলা। আমরা বিগত বছর বা গত এক বছরের বেশি সময়ে রাস্তার আইন শৃঙ্খলা রক্ষায় ব্যস্ত ছিলাম। এহেন কোনো গোষ্ঠী নেই যা তারা তাদের দাবি-দাওয়া নিয়ে এ সময় রাস্তায় নামেননি। শুধু আপনারা (সাংবাদিক) বাদে।

ডিএমপি কমিশনার বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি রাস্তার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঢাকা মেট্রো পলিটন পুলিশ কোনোরূপ মারণাস্ত্র ব্যবহার অথবা লাঠিপেটা ব্যতীত রেখেই আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।

FJ
আরও পড়ুন