ঢাকা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রতিবন্ধী দিবস ৩ ডিসেম্বর, পুরস্কার পাবেন ১০ সফল ব্যক্তি

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম

রাজধানী ঢাকাসহ সারা দেশব্যাপী উদযাপিত হবে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। 
আগামী ৩ ডিসেম্বর দিবসটি উদযাপন উপলক্ষে পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে ১০ জন সফল প্রতিবন্ধী ব্যক্তিও আছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে ১০ জন সফল প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করেন এমন ৩ জন ব্যক্তি, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করেন এমন ৩টি প্রতিষ্ঠান, প্রতিবন্ধীদের সফল দুজন পিতা-মাতা এবং দুজন সফল কেয়ার গিভার।

আগামী ৩ ডিসেম্বর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। এদিন সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে এর উদ্বোধন হবে।

জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য (বাংলা ভাষায়)-  প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি। এছাড়া দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় স্ক্রলে এ দিবসের প্রতিপাদ্য প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ফোন অপারেটরদেরকে বার্তা প্রেরণ করা হবে। জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশিত হবে।

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে এ দিবস উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিজ উদ্যোগে বিভিন্ন উৎপাদিত পণ্য প্রদর্শিত হবে এবং এ মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মিলবন্ধন হবে।

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বিজয় কৃষ্ণ দেবনাথ বলেন, মেলায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তি নিজ উদ্যোগে ঐতিহ্যবাহী সোনালি আঁশের সমসাময়িক নকশার সৃজনশীলতা এবং বাংলাদেশের গ্রামীণ জীবনের বিভিন্ন কারুশিল্পের সমৃদ্ধি নতুনরূপে তুলে ধরবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

LH/FJ
আরও পড়ুন