ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নির্বাচনি হলফনামায় বিদেশি সম্পদের হিসাবও দিতে হবে: দুদক চেয়ারম্যান

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম

নির্বাচনি হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশে থাকা সম্পদের হিসাবও বাধ্যতামূলক বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, ‘দুদক সম্পদের বিবরণী চাচ্ছে, সেখান বিদেশি সম্পদের হিসাব না দিলে তা অন্যায় হবে। অনুপার্জিত সম্পদ যাদের থাকবে, তাদের বিরুদ্ধেও দুদক ব্যবস্থা নেবে।’

রোববার (২৩ নভেম্বর) সকালে সিলেটের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামে দুদকের ১৯১তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গণশুনানির আগে তিনি দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই স্লোগানে অনুষ্ঠিত গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরের সেবা পেতে গিয়ে হয়রানির শিকার হওয়া নাগরিকেরা ৭৩টি অভিযোগ কমিশনের সামনে তুলে ধরেন। সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের উপস্থিতিতে এসব অভিযোগ যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

গণশুনানিতে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী, দুদক সচিব মোহাম্মদ খালেদ রহিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

বক্তারা জানান, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনতেই দেশব্যাপী গণশুনানির আয়োজন করা হচ্ছে। যেকোনো অনিয়মের প্রমাণ মিললেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা।

গণশুনানিতে সশরীরে হাজির হয়ে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সিলেট-ঢাকা মহাসড়কের কাজে ধীরগতি, অনিয়ম ও বিমান ভাড়ার উচ্চমূল্য-সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

দুদক চেয়ারম্যান ড. মোমেন বলেন, ‘অতীতে দুদকের তদন্ত করেও অনেক সময় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, ২০০৮ সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ৫.২১ একর বলা হলেও অনুসন্ধানে ২৯ একর পাওয়া গিয়েছিল কিন্তু তখন ব্যবস্থা নেওয়া যায়নি।’

সিলেটের সাদাপাথর লুট তদন্ত নিয়ে দুদকের ওপর কোনো চাপ নেই বলেও তিনি জানান।

DR/FJ
আরও পড়ুন