আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের আগে ও পরের সহিংসতা রোধে নির্বাচনি মাঠে পাঁচদিন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন।
সোমবার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য নিশ্চিত করেছে।
ইসির সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, নির্বাচন পূর্ব অনিয়মরোধ এবং ভোটগ্রহণের ২ দিন পূর্ব হতে ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে। এ লক্ষ্যে আগামী সোমবার (২৯ ডিসেম্বর) কমিশনে প্রস্তাব উপস্থাপন করা হবে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পুরো দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায়: সিইসি