ঢাকা
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শাহবাগে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম

শাহবাগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ  হয়েছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়েছে ওই এলাকা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটে ঢাবির শিল্পাচার্য জয়নুল ভবনের সামনে শিক্ষার্থীরা হঠাৎ পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ তাদের ধাওয়া দিলে আন্দোলনকারীরা টিএসসি দিকে ছুটে যায়। পালিয়ে যাওয়ার সময় কয়েকজন শিক্ষার্থীও আহত হন। 

পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের কারণে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। শাহবাগের যান চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানেও হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে জানা গেছে।

শাহবাগে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ

আন্দোলনরত পরীক্ষার্থীরা বলেছেন, আগে বিসিএসে অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে এক বছর সময় পেতেন। কিন্তু এবার সময় দেওয়া হয়েছে দুই মাসেরও কম। এ সিদ্ধান্ত অযৌক্তিক। ৪৭তম বিসিএসের পরীক্ষার তারিখ পেছাতে হবে।

শাহবাগে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ

প্রত্যক্ষদর্শী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা। একই দাবিতে আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন তারা। বিকেলে পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ থানার সামনে এলেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়।

সেখান থেকে বিকেল সাড়ে ৩টা নাগাদ আলোচনার জন্য সচিবালয়ে যান আন্দোলনকারী পরীক্ষার্থীদের প্রতিনিধিদল। পরে ৪টা ৪০ মিনিটের দিকে কোনো আলোচনা ছাড়াই সচিবালয় থেকে ফিরে আসলে আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। কিছুক্ষণ পর তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আন্দোলনকারীরা পুলিশের ওপর চড়াও হলে পুলিশও পাল্টা ধাওয়া দিয়ে দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

 শাহবাগে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ

এদিকে পৌনে ছয়টার দিকে আন্দোলনকারীরা আবারও জড়ো হয়ে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। তারা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়ে মারছে। টিএসসি থেকে এসে শিল্পাচার্য জয়নুল ভবনের সামনে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে।

অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শাহবাগে কয়েক শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে জলকামান এবং অতিরিক্ত ফোর্সও প্রস্তুত রয়েছে। রমনা বিভাগের ডিসি মো. মাসুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে উপস্থিত রয়েছেন।

LH/FJ
আরও পড়ুন