ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খালেদা জিয়াকে নিয়ে কনক চাঁপার আবেগঘন বার্তা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ এএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রার্থনা করেছেন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য।

কনকচাঁপা সম্প্রতি ফেসবুকে দুটি পোস্ট দিয়েছেন, যেগুলো ঘিরে শুরু হয়েছে আলোচনা। তার এক পোস্টে তিনি উল্লেখ করেন, সারা দেশে কোটি কোটি মানুষ তাকে সন্তানের মতোই শ্রদ্ধা করে।

সোমবার দেওয়া সংক্ষিপ্ত এক পোস্টে তিনি লেখেন- ফি আমানিল্লাহ্! দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। আল্লাহর রহমত কামনা করছি। সবাই তার জন্য দোয়া করুন। তার এই পোস্টের পর অসংখ্য মানুষ খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মন্তব্য করেন।

এর আগে দীর্ঘ একটি স্ট্যাটাসে কনকচাঁপা তুলে ধরেছিলেন খালেদা জিয়ার সংগ্রামী জীবনযাত্রার বিভিন্ন অধ্যায়- জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তরুণ বয়সে হঠাৎ বিধবা হয়ে যাওয়া, রাজনৈতিক অস্থিরতার সময়ে গ্রেফতার হওয়া, ‘ভুল মামলায়’ কারাবাস, মৃত্যুভয় ও নানা নিপীড়নের মধ্যেও তার দৃঢ়তা।

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, নিজের সন্তানের কাছে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও দেশের মানুষের কথা ভেবে তা থেকে বিরত থাকা অথবা গুরুতর অসুস্থ হয়েও উন্নত চিকিৎসার প্রস্তাব গ্রহণ না করা- এসব তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। কনকচাঁপার ভাষায়, খালেদা জিয়া কেবল তার সন্তানদের মা নন, বরং দেশজুড়ে অসংখ্য মানুষের কাছে মাতৃসুলভ ব্যক্তিত্ব।

তিনি খালেদা জিয়াকে দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীকী ‘মা’ হিসেবে অভিহিত করে তার সুস্থতা ও দীর্ঘ হায়াতের জন্য দোয়া করেন এবং দেশের রাজনীতিতে বিএনপির জন্য ‘সুন্দর পরিণতি ও বিজয়’ কামনা করেন।

AHA
আরও পড়ুন