রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। রিপোর্টও নরমাল (স্বাভাবিক) এসেছে।
রোববার (৭ ডিসেম্বর) রাতে এ তথ্য জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। এর আগে গত শুক্রবার (৫ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন হয়। এতে তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলে সেদিনই জানিয়েছিল মেডিকেল বোর্ড।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে ও তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রোববারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছেন ডাক্তার জুবাইদা রহমান। রাত ১০টায় মেডিকেল বোর্ডের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে বলে জানা গেছে।
তবে উন্নতি ঘটলেও সেটা এখনও বিমানভ্রমণের জন্য এখনও উপযুক্ত নয়। সে কারণে লন্ডনে চিকিৎসা নিতে যাওয়া না যাওয়া এখন সম্পূর্ণই নির্ভর করছে তার শারীরিক পরিস্থিতির ওপর। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, নতুন করে বলার মতো কোনো সিদ্ধান্ত হলে মিডিয়াকে জানানো হবে। যুক্তরাজ্যর বিশেষজ্ঞ চিকিৎসকসহ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে ম্যাডাম সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন।
এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার জন্য কাতার সরকারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসার অনুমতি চেয়েছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থাসহ সবকিছু ঠিক থাকলে পরদিন বুধবার (১০ ডিসেম্বর) এয়ার এ্যাম্বুলেন্সটি তাকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হবে।
মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স