ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’র দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম

মহান বিজয়ের মাস ডিসেম্বরে ঘোষিত বিএনপির ৭ দিনব্যাপী ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির আজ দ্বিতীয় দিন। সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে শুরু হয়েছে আজকের দিনের কার্যক্রম।

দলীয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো আগামীর বাংলাদেশ নিয়ে সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশা জানা। তৃণমূল থেকে উঠে আসা এসব মতামতের আলোকেই প্রস্তুত করা হবে বিএনপির আগামী দিনের নির্বাচনি ইশতেহার।

সকালে আজকের কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিনের আলোচনায় অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজকের দিনের দ্বিতীয় সেশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই সেশনে সভাপতিত্ব করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার (৭ ডিসেম্বর) সাত দিনব্যাপী এই বিশেষ কর্মসূচি উদ্বোধন করা হয়, যা চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত।

DR/SN