ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে ‘বাংলাদেশের ওপর হামলা’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিচ্ছিন্ন হামলা করে নির্বাচন বানচাল করা যাবে না। যদি পতিত ফ্যাসিবাদ মনে করে তারা নির্বাচন রুখে দেবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘শরিফ ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যারা বাংলাদেশে নির্বাচন চায় না, তারাই এই হামলা ঘটিয়েছে। তবে ফ্যাসিস্টরা যদি ভেবে থাকে এমন দুই-একটি হামলা করে নির্বাচন বানচাল করবে, তবে তারা ভুল ভাবছে।’
ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘রাজনৈতিক বিতর্ক থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদবিরোধী ঐক্যে যেন ফাটল না ধরে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্য থাকলে এ ধরনের নাশকতা প্রতিরোধ করা সম্ভব। আমরা ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপস করব না।’
তিনি আরও জানান, ইনকিলাব মঞ্চের উদ্যোগে রোববার (১৪ ডিসেম্বর) যে ঐক্যের ডাক দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে বিএনপি সেখানে অংশগ্রহণ করবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সালাহউদ্দিন বলেন, ‘চট্টগ্রামে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নিলে হাদির ওপর হামলার পুনরাবৃত্তি হয়তো হতো না। বিএনপি একটি অর্থবহ নির্বাচনের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ এবং হাদির ওপর হামলার সুষ্ঠু তদন্তে রাজনৈতিক দল হিসেবে সর্বোচ্চ সহযোগিতা করবে।’
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল: রাশেদ খাঁন
শঙ্কামুক্ত নন হাদি, ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে: ইনকিলাব মঞ্চ