নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সরে যাওয়ার ঘোষণা দেন।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমি নির্বাচন করবো না। আমি মনোনয়ন কিনব না। এজন্য আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী।

তিনি বলেন, গত ৫-৬ মাসে আমি অনেক জায়গায় গিয়েছি। সেখানে সবার সাড়া পেয়েছি। কিন্তু ব্যক্তিগত কারণ ও কিছু পারিপার্শ্বিক কারণে আমাকে এ কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

গত সেপ্টেম্বরে বিএনপিতে যোগ দিয়েছিলেন মডেল ডি ক্যাপিটাল গ্রুপের মালিক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ। তবে আগে থেকেই তিনি বিএনপিপন্থি হিসেবে পরিচত ছিলেন। যোগ দেওয়ার পর কিছুদিনের মধ্যেই পান বিএনপির মনোনয়ন। 

গত ৩ নভেম্বর সন্ধ্যায় দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে ব্যবসায়ী নেতা, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদকে প্রার্থী ঘোষণা দেন। এরপর থেকে মাসুদুজ্জামান নির্বাচনি প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে ভোটের লড়াইয়ের আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করলেন।

অতীতে নারায়ণগঞ্জের এই আসনে ওসমান পরিবারের আধিপত্য দেখা যায়। শামীম ওসমানের ভাই নাসিম ওসমান একাধিকবার নারায়ণঞ্জ-৫ আসনের এমপি ছিলেন।

FJ