তারেক রহমানের প্রত্যাবর্তন

বিমানবন্দরে প্রস্তুত বুলেটপ্রুফ বাস

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ এএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে একটি বুলেটপ্রুফ বাস পৌঁছেছে। এছাড়া বিমানবন্দরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
 
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিমানবন্দরের সিআইপি গেটে দেখা যায়, বিশেষভাবে প্রস্তুত এই বাসটি লাল ও সবুজ রঙে সজ্জিত। বাসটির গায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় আকারের প্রতিকৃতি রয়েছে। 
 
পাশাপাশি গণতন্ত্র ও রাজনৈতিক সংগ্রাম সম্পর্কিত স্লোগানও বাসটিতে প্রদর্শিত হয়েছে। বাসের গায়ে লেখা আছে তারেক রহমানের দেওয়া স্লোগান- সবার আগে বাংলাদেশ। বাসটির জানালাগুলো শক্তভাবে সুরক্ষিত করা হয়েছে এবং সিআইপি এলাকায় প্রবেশের সময় চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘিরে থাকতে দেখা যায়।
 
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে এই বুলেটপ্রুফ বাসে তিনশ ফিটের সংবর্ধনা মঞ্চে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
 

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, তারেক রহমানকে সংবর্ধনা মঞ্চে নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে প্রস্তুত করে রাখা হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান লেখা সম্বলিত লাল রঙের একটি বাস। এই বাসে করেই তারেক রহমান যাবেন ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’র মঞ্চে। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে তারেক রহমানের চলাচলকে কেন্দ্র করে বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা যায়।
SN
আরও পড়ুন