তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানালেন জিএম কাদের

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক শুভেচ্ছা বার্তার মাধ্যমে তিনি এই অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় জিএম কাদের বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সংহত করবে এবং রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বলেন, একটি কার্যকর গণতন্ত্রের জন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমানের আগমন সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়ক হবে।

শুভেচ্ছা বার্তার শেষাংশে জিএম কাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

DR/AHA
আরও পড়ুন