বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে নিয়ে নির্বাচনী থিম সং এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে রাজধানীর গুলশানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. ইসমাইল জবিউলাহ, জুবায়ের বাবু ছাড়াও অভিনেতা, ক্রীড়াবিদ, শিল্পী ও কলাকুশলীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের ভয়াবহতায় বিগত দিনে নির্বাচনী আমেজ ফিকে হয়েছিল। অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে এই থিম সং ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়। এটি দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। এ প্রতীক বাংলাদেশের মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত।
রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন মানেই এক সময় উৎসবের আবহ ছিল। গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লায় গান-বাজনা, কর্মীদের উপস্থিতিতে মুখর থাকত পরিবেশ। নানা বিধিনিষেধ ও দীর্ঘ রাজনৈতিক দমন-পীড়নের কারণে সেই নির্বাচনী উৎসব অনেকটাই ম্লান হয়ে গিয়েছিল।
তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী থিম সং গ্রাম-গঞ্জ, হাট-বাজার, পাড়া-মহল্লায় মানুষের মধ্যে নির্বাচনী আবহ তৈরি করবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিকে আরও জোরালো করবে।
হতাশা থেকে মুক্তি পেতে পড়বেন যে দোয়া 
