ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নৌকা প্রতীক হারালেন ৩ প্রতিমন্ত্রী

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৮:২৫ পিএম

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান মন্ত্রিসভার তিনজন সদস্যকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দেয়নি। তারা হলেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। 

রোববার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তালিকায় দেখা গেছে, খুলনা-৩ আসন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মনোনয়ন পাননি। তার আসনে মনোনয়ন পেয়েছেন এস এম কামাল হোসেন। কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়ন পাননি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তার আসনে পেয়েছেন মো. বিপ্লব হাসান।সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ মনোনয়ন থেকে বাদ পড়েছেন। তার আসন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) থেকে মনোনয়ন পেয়েছেন মো. আব্দুল হাই আকন্দ। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কেনেন ৩ হাজার ৩৬২ জন। এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে ৪ হাজার ২৩ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন।  

তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে। আর  আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে।

AH
আরও পড়ুন