ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকা কলেজ শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম

শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা। সোমবার (১৭ নভেম্বর) রাত ১০ টায় ঢাকা কলেজের আ. ন. ম নজীব উদ্দিন খুররম অডিটোরিয়ামে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, বাংলাদেশে উন্নয়নের বড় বাধা হলো দুর্নীতি ও সম্পদের অপব্যবহার। অতীতে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থেকে দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। সরকারি সম্পদ কম্বল, ভিজিডি চাল প্রাপ্য মানুষকে না দিয়ে দলীয় লোকজনের মধ্যে বণ্টন বা বিক্রি করে দিয়েছে। অনিয়ম ও অবৈধ বাণিজ্য রাষ্ট্রকে আয় থেকে বঞ্চিত করছে। অথচ বাংলাদেশে সম্পদের কোনো ঘাটতি নেই, সমস্যা হচ্ছে সঠিক ব্যবহার আর সৎ নেতৃত্বের অভাব।

তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে দুর্নীতি রোধ এবং প্রতিটি খাতে দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। আপনারা আগামী দিনে শিক্ষক, কর্মকর্তা, প্রকৌশলী, ব্যবসায়ী বা নীতিনির্ধারক হবেন। তাই প্রত্যেকে নিজ অবস্থান থেকে সৎ থাকার চেষ্টা করবেন এবং যাদের নেতৃত্ব দেবেন তাদেরও সৎভাবে পরিচালনা করবেন। তাহলেই আগামী দিনের বাংলাদেশ বদলে যাবে, ইনশাআল্লাহ।

ছাত্রশিবিরের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন শেখ বলেন, আমাদের এই আয়োজন আজকেই শেষ নয়। বরং আজকের এই আয়োজন শুধু শীতবস্ত্র বিতরণের একটি ধাপ মাত্র, ভবিষ্যতেও আমাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে, যেকোনো সময়, ছাত্রশিবির সর্বদা আপনাদের পাশে থাকার জন্য প্রস্তুত আছে এবং থাকবে। তবে এসব মানবিক আয়োজনের পেছনে আপনাদের সহযোগিতা সবসময়ই গুরুত্বপূর্ণ এবং কাম্য। ভবিষ্যতে শিক্ষার্থীদের নিজ নিজ উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান ছাত্রশিবিরের এই বক্তা।

এসময় বক্তারা বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলবে বলে জানানো হয়। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে ছাত্রশিবির পাশে থাকবে বলেও আশ্বস্ত করা হয়। বাংলাদেশে উন্নয়নের প্রধান বাধা হিসেবে দুর্নীতি ও সম্পদের অপব্যবহারকে উল্লেখ করা হয়। অতীতের বিভিন্ন সরকারের সময় অনিয়ম, সম্পদ লুটপাট ও অবৈধ বাণিজ্যের কারণে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের সম্পদের ঘাটতি নেই, বরং সৎ নেতৃত্ব ও সঠিক ব্যবস্থাপনার অভাবই বড় সমস্যা বলে মনে করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদ, অর্থ সম্পাদক আব্দুল মালেক ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

AHA
আরও পড়ুন