ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দ্বাদশ সংসদ নির্বাচনে জামানত হারিয়েছেন ১৪৫৪ প্রার্থী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৯ পিএম

গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৪ শতাংশ প্রার্থী জামানত হারিয়েছেন। মাঠ পর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তালিকা একীভূত করে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখা।

এ সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট এক হাজার ৯৬৯ জন প্রার্থী। ২৭টি দল ও স্বতন্ত্র মিলে মোট জামানত হারিয়েছেন এক হাজার ৪৫৪ জন প্রার্থী। অর্থাৎ ৭৩ দশমিক ৮৪ বা ৭৪ শতাংশ প্রার্থী জামানত হারিয়েছেন।

ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনে প্রার্থীকে ২৫ হাজার টাকা জামানত দিতে হয়। এতে ইসির আয় হয়েছে দুই কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। তবে যেসব প্রার্থী জামানত হারাননি, তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে এ অর্থ তুলতে পারবেন।

নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। এতে ২৩টি দলের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জাতীয় পার্টি ২৬৩ আসনে প্রার্থী দিয়ে ২৩৬টি আসনে জামানত হারিয়েছে। তৃণমূল বিএনপি ১৩৫টি আসনে প্রার্থী দিয়ে সবগুলোতেই জামানত হারিয়েছে।

AS/SA
আরও পড়ুন