কোটা বিষয়ে ছাত্রলীগের সংবাদ সম্মেলন বেলা ১১টায়

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৮:৫৬ এএম

কোটা বিষয়ে ছাত্রলীগের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি। বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ জুলাই) ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে আজ বিকেল সাড়ে ৩টা থেকে আবারও চলবে সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি। বুধবার তৃতীয় দিনে ঢাকার মোড়ে মোড়ে শক্ত অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে কার্যত স্থবির হয়ে পড়ে গোটা রাজধানী। ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় সড়ক-মহাসড়ক আর রেলপথ অবরোধ করে আন্দোলনকারীরা।

MB/FI
আরও পড়ুন