ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আগরতলা অভিমুখে লংমার্চ করবে বিএনপির ৩ সংগঠন

যুবদলের সভাপতি মোনায়েম মুন্না জানান, বুধবার নয়াপল্টন থেকে যৌথ লংমার্চ করবেন তিনটি সংগঠনের নেতা-কর্মীরা। গন্তব্য হবে আখাউড়া সীমান্ত পর্যন্ত।

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ পিএম

ভারতের আগরতলা অভিমুখে যৌথ লংমার্চ করবে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টন থেকে এ লংমার্চ শুরু করবেন নেতা-কর্মীরা। 

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীূর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিন সংগঠনের যৌথ জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উসকানিমূলক অপপ্রচারের প্রতিবাদে যৌথ এ কর্মসূচি পালন করবেন তারা।

যুবদলের সভাপতি মোনায়েম মুন্না জানান, বুধবার নয়াপল্টন থেকে যৌথ লংমার্চ করবেন তিনটি সংগঠনের নেতা-কর্মীরা। গন্তব্য হবে আখাউড়া সীমান্ত পর্যন্ত।
 
মোনায়েম মুন্না বলেন, হাইকমিশনে সহিংস ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা ভারত সরকারের মৌন সমর্থনই। কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। কূটনীতিক মিশনে সহিংস হামলা স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাতের শামিল।

MB/KK
আরও পড়ুন