ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড বসছে রাতেই

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১২:১৮ এএম

বিএনপি চেয়ারপারসন  বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আজ আট সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড বসতে যাচ্ছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় (লন্ডনের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায়) মেডিকেল বোর্ডের এ আলোচনায় ভার্চুয়ালি অংশ নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসকরাও।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, মেডিকেল বোর্ডে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকের চারজন অধ্যাপক, যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের তিনজন চিকিৎসক, বাংলাদেশ থেকে যাওয়া ছয়জন চিকিৎসক ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জুবাইদা রহমান উপস্থিত থাকবেন।

এর আগে সোমবার (১৩ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট শুক্রবারের (১৭ জানুয়ারির) মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) বিকেলে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তাকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন।

পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান ছেলে তারেক রহমান। সেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা শুরু হয় খালেদা জিয়ার।

MMS
আরও পড়ুন