ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে বাবর

সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় হঠাৎ বুকের বাঁ পাশে ব্যথা অনুভব করেন বাবর। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৯:০৩ এএম

সদ্য কারামুক্ত বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৯ জানুয়ারি) রাতে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। তার পরিবারের সদস্যরা এ তথ্য জানান।

জানা যায়, সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় হঠাৎ বুকের বাঁ পাশে ব্যথা অনুভব করেন বাবর। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে সিসিইউতে ভর্তি আছেন বাবর। সুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন নেত্রকোণা, মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি বিএনপি’র নেতাকর্মীরা।

উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সম্প্রতি সব মামলা থেকে খালাস পাওয়ার পর দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হন। গত ১৬ জানুয়ারি মুক্তি পান তিনি।

এর আগে, গত ১৪ জানুয়ারি চট্টগ্রামের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পান বাবরসহ পাঁচজন। হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।

AA/KK
আরও পড়ুন