ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট

আপডেট : ১১ মে ২০২৫, ০৮:০৮ পিএম

আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ‘গুরুত্বপূর্ণ ও ন্যায়ভিত্তিক’ আখ্যা দিয়ে তাতে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই পদক্ষেপ দেরিতে হলেও সঠিক পথে একটি অগ্রগতি, যা দীর্ঘদিনের দাবির প্রতিফলন।

রোববার (১১ মে) বিকালে গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে মির্জা ফখরুল এই প্রতিক্রিয়া জানান। 

মির্জা ফখরুল বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসনের অবসান এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছি। বারবার সভা-সমাবেশ ও রাজনৈতিক সংলাপে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে গুম, খুন, দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবির কথা বলেছি। সরকার যে আজ সেই পথে এক ধাপ এগিয়েছে, তা অবশ্যই ইতিবাচক।’

তিনি জানান, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি এবং ১৬ এপ্রিল দুই দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতকালে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দাবি তোলা হয়— আওয়ামী লীগকে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ ঘোষণা করে এর নেতৃত্বাধীন সরকার ও সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে।

বিএনপির অবস্থান স্পষ্ট— প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা অনাকাঙ্ক্ষিত হলেও বিচারিক প্রক্রিয়া ও সংবিধানসম্মত আইনি কাঠামোর মধ্য দিয়ে অপরাধী রাজনৈতিক গোষ্ঠীর বিচার ও নিষিদ্ধকরণ ন্যায়সঙ্গত।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা অতীতে প্রশাসনিকভাবে জামায়াতে ইসলামীর নিষেধাজ্ঞার বিরুদ্ধেও অবস্থান নিয়েছিলাম। তবে আওয়ামী লীগের মতো দল, যারা রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে গুম, খুন, দুর্নীতি, বিচারবহির্ভূত হত্যা ও দমনপীড়নের মতো মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিচারিক ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি।’

বিএনপি মহাসচিবের মতে, দীর্ঘ ১৬ বছর ধরে জনগণ ভোটাধিকার বঞ্চিত। জনগণ গুম, নিপীড়ন, গ্রেপ্তার, কারাবরণসহ অসংখ্য ত্যাগ সহ্য করে আজকের এই অবস্থানে পৌঁছেছে। কিন্তু এখনও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি— এটি উদ্বেগের বিষয়।

তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, নিরপেক্ষ নির্বাচন এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অবিলম্বে একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত রোডম্যাপ ঘোষণা করতে হবে।

Raj/AHA
আরও পড়ুন