ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিএনপির মতো হতে এনসিপিকে ২৫ বছর রাজনীতি করতে হবে: ইশরাক

আপডেট : ২৩ মে ২০২৫, ০৭:৩৭ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেন জাতীয় নাগরিক পার্টিকে (এসসিপি) উদ্দেশ্য করে এক ফেসবুক পোস্টে বলেছেন, বিএনপির মতো অবশ্যই একদিন হতে পারবেন, কিন্তু সময় লাগবে এবং যদি সঠিক পথে থাকেন। এর জন্য অন্তত ২০ থেকে ২৫ বছর রাজনীতি করে আসতে হবে।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শুক্রবার (২৩ মে) দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া তুলে ধরেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করে লেখেন, NCP সারওয়ার তুষার বলেছেন আমি মেয়র হওয়ার কথা বলে জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করেছি এবং এটি তাদের সাথে প্রতারণার সামিল। জনাব তুষার যদি একটু মনোযোগ দিয়ে আমার বক্তব্যগুলো শুনতেন তাহলে উনি শুনতেন যে আমি বিএনপির প্রার্থী হওয়ায় বৈষম্যের শিকার এবং ন্যায্য আইনি অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। এটা বুঝতে পেরেই  ঢাকার সাধারণ জনগণ NCP এর বিরুদ্ধে ফুঁসে উঠেছে। এবং এখনই এটা প্রতিরোধ না করলে আবারও হাসিনা মার্কা জাতীয় নির্বাচন হতে পারে সেটাও বুঝে ফেলেছে। এবং বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন, সাক্ষাৎকারে আমি অন্যায়ের শিকার হয়েছি যাদের কারণে তাদের কথাও তুলে ধরেছি এবং তখন থেকেই পদত্যাগের দাবি জানিয়েছি। প্রতারণা কোথায় করলাম সেটা স্পষ্ট করতে হবে। 

তিনি আরও লেখেন, আমি এমন কোনো বিশাল কিছু না যে আমাকে মেয়রের চেয়ারে বসানোর জন্যে টানা আট দিন রোদ, বৃষ্টি, তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা আন্দোলনে করেছে, স্লোগান দিয়েছে মিছিল করেছে। এটার নাম ঢাকা, এখানকার মানুষ সংবেদনশীল। তাদেরই সন্তানের সাথে অন্যায় অবিচার হচ্ছে দেখে তারা নেমে এসেছেন। অভিজ্ঞতার মাধ্যমেই আঞ্চলিক রাজনৈতিক ডাইনামিক্স বুঝতে পারবেন যার জন্যে প্রয়োজন বহু সময় মানুষের মধ্যে থেকে তাদের সমস্যার সমাধান করা।

Raj/AHA
আরও পড়ুন