আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে নারীর সরাসরি নির্বাচন দাবি করেছে নাগরিক কোয়ালিশন। রোববার (১৫ জুন) রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টার সেন্টারে আয়োজিত আলোচনায় এ দাবি জানায় তারা।
এসময় বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনেও নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে। জোর দিতে হবে অর্থনৈতিক ক্ষমতায়নে।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল মিলে মোট ২ হাজার ৭৮৭ জন প্রার্থী মনোনীত করে ছিলো, যার মধ্যে নারী ছিলেন মাত্র ৪০ জন। পরের নির্বাচনে ২ হাজার ৫৭৪ জন প্রার্থীর মধ্যে সংখ্যাটা কমে দাঁড়ায় ৩৬এ।
২০০১ সালে এক হাজার ৯৩৯ জন প্রার্থীর মধ্যে নারী ছিলেন ৩৮ জন, আর ২০০৮ সালে ছিলেন সর্বোচ্চ ৫৯ জন। অর্থাৎ নারী প্রার্থী মনোনয়নে সবসময়ই রাজনৈতিক দলগুলোর অনীহা লক্ষণীয়।
ডেইলি স্টার সেন্টারে নারীর ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন: প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান শীর্ষক আলোচনার আয়োজন করে নাগরিক কোয়ালিশন।
এতে উঠে আসে ভোটের মাঠে নারীর প্রতিবন্ধকতা থেকে শুরু করে সার্বিক বিষয়গুলো।
বর্তমান বাস্তবতায় আগামী জাতীয় নির্বাচনে ১০০ আসনে নারীর সরাসরি নির্বাচন দাবি করে নাগরিক কোয়ালিশন। রাজনৈতিক দলে প্রার্থী মনোনয়নে ৩০ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানায় তারা। এ নিয়ে ভিন্ন ভিন্ন মত তুলে ধরেন আলোচকরা।
নারীর নিজস্ব নির্বাচনি এলাকা নিশ্চিত করার জন্য দৃশ্যমান পদক্ষেপ নেয়ার দাবি জানায় নাগরিক কোয়ালিশন।