ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত ইসিকে জানান: সালাহউদ্দিন

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৮:৪০ পিএম

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের বিষয়টি দ্রুততার সঙ্গে নির্বাচন কমিশনকে জানাতে হবে, আমরা অতিদ্রুত যাতে ডেমোক্রেটিক ট্রান্স ফরমেশনে যেতে পারি। 

সোমবার (১৬ জুন) দুপুরে এক আলোচনা সভায়  লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি এই দাবির কথা তুলে ধরেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে অতিদ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্স ফরমেশনে যেতে পারি সে রকম কার্যক্রম আপনারা নেবেন। সে হিসেবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগিরই নির্বাচন কমিশনে যথাযথ প্রক্রিয়া কমিউনিকেট করবেন বলে আশা করি। যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে, তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক বার্তা পেয়েছে।

তিনি আরও বলেন, সংবিধান অনুসারে আপনাদের এই সরকারের অনুমোদন লাগবে পরবর্তী সংসদে। এটাও আপনারা মাথায় রাখবেন। আগামী সংসদে অনুমোদন লাগলে এ সরকারের বৈধতা কীভাবে দেওয়া হবে, কোন জায়গায় দেওয়া হবে সেটা আমরা বিবেচনা করব।

এসময় সালাহউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, সংবিধান যেহেতু এখন চালু আছে, সাংবিধানিকভাবেই এই সরকার চলছে। সংবিধান যেভাবে বলছে, উপদেষ্টারা মন্ত্রীর মর্যাদা ভোগ করবেন। মন্ত্রী হওয়ার জন্য সংবিধানের ১৬৬ অনুচ্ছেদে সংসদ সদস্য হওয়ার জন্য যে যোগ্যতা থাকতে হয়, এটা উপদেষ্টামণ্ডলীকে মাথায় রাখতে বলব। সেখানে (সংবিধানে) কিন্তু বিদেশি নাগরিকত্বের বিষয়টা অনুমোদন করা নেই।

AA
আরও পড়ুন