ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তুষারকাণ্ডে নাম জড়ানোর ঘটনায় এনসিপি নেত্রীর প্রতিবাদ

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৯:১৭ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধেি একই দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে একাধিক অডিও ও স্ক্রিনশটও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এ ইস্যু নিয়ে মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন তাজনুভা।

ফেসবুক পোস্টে তাজনুভা লিখেছেন, শুধু এটুকু বলি, যার অডিও আমার নামে বলে ফটোকার্ড, ভিডিও কনটেন্ট বানিয়ে ভরায় ফেলছেন, আমি বা আমরা খুব সহজে তার নাম প্রকাশ করে আমার বিরুদ্ধে হওয়া এই জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ করতে পারি। আমরা তার নাম পাল্টা প্রকাশ করা থেকে বিরত থাকছি।

তাজনুভা জাবীন আরও লিখেছেন, রাজনীতিতে আসার পর দ্বিতীয়বারের মতো খুব পরিকল্পনামাফিক এই ভয়াবহ সাইবার আক্রমণ চালানো হচ্ছে আমাকে ঘিরে। আমি শুধু বুঝি, আমার কথা বা লেখা গুরুত্বপূর্ণ না হলে এত মানুষ আমাকে নিচে নামানোর এত আপ্রাণ চেষ্টা করত না। এসবের উত্তর ‘সময়’ অবশ্যই দেবে। আল্লাহ ভরসা।

এর আগে মঙ্গলবার (১৭ জুন) দুপুরে একই ইস্যুতে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন অভিযুক্ত নেতা সারোয়ার তুষার। পোস্টে দলের কেন্দ্রীয় কোনো নারী বা দলের বাইরের অন্য কোনো নারীকে ঘিরে কুৎসা না রটানোর জন্য সোশ্যাল মিডিয়ার সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। 

AA/AHA
আরও পড়ুন