ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিচারব্যবস্থার সুফল পেতে আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১০:১৯ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আদালতে ফ্যাসিস্টদের বহাল রেখে স্বাধীন বিচারব্যবস্থার সুফল জনগণ ভোগ করতে পারবে না। তাই উচ্চ এবং নিম্ন আদালত ফ্যাসিস্টমুক্ত হতে হবে। তারপর স্বাধীন বিচারব্যবস্থা সত্যিকার অর্থে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের নেতাকর্মী, সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে তারা অবৈধভাবে সাজা দিয়েছে। সেই ফ্যাসিস্টদের যেন আমরা রক্ষা না করি। উচ্চ এবং নিম্ন আদালতে যাতে ফ্যাসিস্টের দোসররা না থাকে।

বিএনপির এই নেতা বলেন, তাদের অপরাধের জন্য শুধু চাকরি গেলে হবে না, তাদের বিচারও করতে হবে। যদি আমরা সেটি নিশ্চিত করতে পারি তাহলে সত্যিকার অর্থে স্বাধীন বিচারব্যবস্থা কার্যকর হবে। 

 

AA/MMS
আরও পড়ুন