ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জাবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৩:৫৪ এএম

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের ৩৩তম কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে সদ্য গঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অদ্রি অংকুর, সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মায়িশা মনি

বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে যৌবন তুমি মিলিও না তাল রাষ্ট্রীয় কোনো নাচে, রাষ্ট্র তোমার মজ্জা-মগজ-রক্ত খেয়ে বাঁচে স্লোগানে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশন শেষে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

অমর্ত্য রায়ের সভাপতিত্বে স্বৈরাচার আমলে আয়নাঘরে নির্যাতিত আদিবাসী নেতা মাইকেল চাকমা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। কাউন্সিল অধিবেশনে বক্তৃতা দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার।

সদ্য ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে সাবেরীন নওশাদ, সাদিয়া ইসলাম মুন, সহকারী সাধারণ সম্পাদক পদে সীমান্ত বর্ধন, জারিন তাসনিম প্রমি, কোষাধ্যক্ষ পদে ইসফার সাদী, দপ্তর সম্পাদক পদে মো. রেদওয়ান সিকদার, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইমরান হাসান শুভ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রিফাত রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনিকা তাবাসসুম ফারাবী, সাংস্কৃতিক সম্পাদক পদে নুশরিকা অদ্রি, সমাজকল্যাণ ও পরিবেশ সম্পাদক পদে জানিব হাসান মাটিয়া, ক্রীড়া সম্পাদক পদে ইশতিয়াক বিন ইকবাল

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন, ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি, অমর্ত্য রায়, আনিকা ইবনাত আঁচল, আয়েশা নাজ তানহা, নাহিদুল ইসলাম নাঈম, সাজিদ রহমান, আদৃতা রায়, সিয়াম মাহমুদ।

কমিটির আরও দুটি সদস্যপদ শূন্য রয়েছে, যা পরবর্তীতে কাজের ভিত্তিতে পূরণ করা হবে বলে জানানো হয়েছে।

khk
আরও পড়ুন