ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইভিএমের মতো জনগণ পিআর প্রত্যাখ্যান করবে: মির্জা আব্বাস

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৪:১৩ এএম

ইলেক্ট্রোনিক ভোটিং মেশিনের (ইভিএম) মতো জনগণ সংখ্যানুপাতিক পদ্ধতিকে (পিআর) প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (১ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীতে গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘পিআর জনগণ বোঝে না। আগে তরুণ প্রজন্মকে ভোট দেওয়া শেখাতে হবে। এরপর পিআর পদ্ধতির বিষয়টি আসবে। শেখ হাসিনা ইভিএম চাপিয়ে দিতে চাইলেও লাভ হয়নি। সেভাবে জনগণ পিআর পদ্ধতিকেও প্রত্যাখ্যান করবে।’

তিনি বলেন, ‘জনগণকে বিএনপির বিরুদ্ধে ভুল বোঝানোর চেষ্টা চালানো হচ্ছে। নির্বাচনের ঘোষণা নিয়ে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ভোটের জন্য বিএনপি প্রয়োজনে আরও ১৭ বছর আন্দোলন করবে।’

মির্জা আব্বাস বলেন, ‘একটি পরগাছা দল বর্তমানে এনসিপির ঘাড়ে সওয়ার হয়েছে। সবাইকে ফ্যাসিস্টের মত আচরণ করা থেকে বিরত থাকতে হবে।’

khk
আরও পড়ুন