ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিএনপি যা যা চায়নি তাও আছে জুলাই ঘোষণাপত্রে: নজরুল ইসলাম খান

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৭:১৫ পিএম

‘জুলাই ঘোষণাপত্র’ ভালোভাবে পড়ে বিশ্লেষণ করে এর বিএনপি এর উপর মন্তব্য করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে দলটি যা যা চায়নি তার কিছুটা প্রতিফলন এতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বিএনপির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান।

প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের পর গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ভালোভাবে পড়ে বিশ্লেষণ করে মন্তব্য করবে বিএনপি। তবে বিএনপি যা যা চায়নি, তারও কিছুটা প্রতিফলন হয়েছে।’
 
এর আগে জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির ঘোষণা দেওয়া হয় জুলাই ঘোষণাপত্রে। ঘোষণাপত্রে বলা হয়, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র যুক্ত হবে। ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদকে জাতীয় বীর হিসেবে উল্লেখ করা হবে।
 
একই সঙ্গে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্রজনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করা হয় ঘোষণাপত্রে।

MMS
আরও পড়ুন