বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, উদারতাই বিএনপির সবচেয়ে বড় ভুল। বিএনপি মধ্যপন্থায় বিশ্বাসী, কোনো চরমপন্থা নয়।
শনিবার (৯ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব গণতন্ত্রের অগ্রযাত্রা শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, বাঙালি জাতির রক্তে রয়েছে বিপ্লব। প্রতিষ্ঠিত শাসকের বিরুদ্ধে লড়াই করা হয়, যারা আন্দোলন সংগ্রাম করে তাদের শাসক বানানো হয় আবার সেই শাসকদের বিরুদ্ধেই কথা হয়।
তিনি বলেন, আজকে যারা বিপ্লবী, পরদিন তারা শাসক হয়ে উঠবে না- এর কোনো গ্যারান্টি নেই। এক বছর আগের ও পরের বাংলাদেশের মানুষদের বিশ্লেষণ ভিন্ন।
তিনি আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র নতুন করে উদয় হয়েছে, তাকে অস্তমিত হতে না দেয়া আমাদের দায়িত্ব।
অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনি রোডম্যাপ ঘোষণার জন্য অভিনন্দন জানিয়ে ড. আব্দুল মঈন খান বলেন, সংসদে যুক্তিযুক্তবিরোধী দল না থাকলে গণতন্ত্র হুমকিতে পড়বে।
তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী : ফখরুল