ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মানসিক সংস্কার না হলে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়: সালাহউদ্দিন 

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৭:৪৪ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, সামাজিক ও মানসিক দৃষ্টিভঙ্গির সংস্কারের প্রয়োজন। যারা রাষ্ট্র সংস্কার করে দেশ গঠন করবেন, তাদের মানসিক সংস্কার না হলে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। 

রোববার (১০ আগস্ট) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’এর উদ্যোগে চব্বিশের গণঅভ্যুত্থানে আহত, ক্যান্সার আক্রান্ত রোগী ও অসহায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। 

তিনি বলেন, গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, শুধু তারাই জাতীয় বীর নন, ১৬ বছরে গণতন্ত্রের মুক্তির জন্য যারা প্রাণ দিয়েছেন, তারাও জাতীয় বীর বলে গণ্য হবেন।  

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই-আগস্টে মাত্র ৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে তা নয়। এই রক্তের সিঁড়ি তৈরি হয়েছে দীর্ঘ ১৬ বছর ধরে। 

এসময় সালাহউদ্দিন আহমদ সংস্কারের জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তনের আশা ব্যক্ত করে জানান, যারা রাষ্ট্র সংস্কার করে দেশ গঠন করবেন, তাদের মানসিক সংস্কার না হলে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়।

এছাড়া দেশে যেন ফ্যাসিবাদ আর দাঁড়াতে না পারে সে জন্য সবাইকে ঐকবদ্ধভাবে চেষ্টা চালানোর আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। 

LH/FJ
আরও পড়ুন