ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গুম-হত্যার জন্য শেখ হাসিনা দায়ী: মির্জা ফখরুল

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৬:০৪ পিএম

শেখ হাসিনা সরকার গুম ও হত্যাকাণ্ডের জন্য দায়ী, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তার বিচার অবশ্যই দেশের মাটিতে হবে এবং তাকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে।

শুক্রবার (২২ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সামনে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ‘মায়ের ডাক’ আয়োজিত আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মানববন্ধন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার গুম কমিশন প্রকাশ করা ও পাবলিক শুনানি আয়োজন করতে ব্যর্থ হয়েছে। গুম হওয়া ব্যক্তিদের পরিবার ও আত্মীয়দের কান্না থামাতে সরকার কোনো ভূমিকা রাখতে পারেনি। এ বিষয়ে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি দেশের প্রতিটি নির্যাতিত মানুষের পাশে আছে। আমাদের নেতারা দীর্ঘ সময় ধরে মিথ্যা মামলা ও হয়রানির শিকার হয়েছেন। তারেক রহমানকে নির্বাসনে যেতে বাধ্য করা হয়েছিল। নেতাকর্মীদের নামে শতাধিক মামলা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এসব বিষয় এড়িয়ে যাওয়ার চিন্তা করবে না। তারা নির্বাচন চায় এবং নির্বাচনের মাধ্যমে গুম ও হত্যার বিচার শেষ করতে চায়।

ফখরুল গুমের শিকার ব্যক্তিদের পরিবারের প্রতি আশ্বাস দেন, তাদের নিরাশ হতে হবে না। জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না। যারা পিতা, ভাই বা সন্তান হারিয়েছেন, তারা ন্যায়বিচার পাবেন বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, গুম হওয়াদের জন্য যতদিন না ন্যায়বিচার হয় ততদিন লড়াই চালিয়ে যাবে বিএনপি।

DR/MMS
আরও পড়ুন