বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা করা হলেও দলটি ফিনিক্স পাখির মতো নতুন করে জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলটির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে বারবার নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। মামলা, গ্রেপ্তার, হামলা-নির্যাতনের মাধ্যমে দলটিকে ধ্বংস করতে চাওয়া হয়েছে। কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো বারবার জেগে উঠেছে। আজও জেগে আছে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখছে।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি অংশ নিয়ে জনগণের ভোটে বিজয়ী হবে এবং একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে।’
বিএনপি মহাসচিবের সঙ্গে এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল, গণমিছিল ও শোভাযাত্রা।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন সারজিস
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা