ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নুরকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয় : মির্জা ফখরুল

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নুরকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন।

বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, তার অবস্থা ভেরি ক্রিটিক্যাল। তবে আগের চাইতে ইমপ্রুভ করেছে। তার চোয়াল ও মাথায় আঘাত লেগেছে। ব্রেইনে ব্লিডিং হয়েছে। তবে চিকিৎসকদের সঙ্গে কথা বলে মনে হলো, এখানে তার চিকিৎসার কোনো ত্রুটি হয়নি।

তিনি বলেন, এটি খুবই পরিষ্কার- নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল। গণঅভ্যুত্থানের পরেও আইনশৃঙ্খলা বাহিনী নেতাদের উপর এমন আক্রমণ করে, তাহলে সাধারণ মানুষের সাথে তারা কী করেছে- চিন্তা করুন। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আমি মনে করি, দ্রুত বিচার বিভাগীয় তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

এ সময় নুরকে বিদেশে চিকিৎসা করানোর জন্য সরকারের কাছে অনুরোধ জানান বিএনপির মহাসচিব।

MMS
আরও পড়ুন