ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সহযোগী জাতীয় পার্টি: রিজভী

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম

শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সাহায্য সহযোগিতা করেছে জাতীয় পার্টি আর যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে তাদের আইন অনুযায়ী বিচার হওয়া উচিৎ- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
 
রিজভী বলেন, যারা ফ্যাসিবাদের অনুসারী তাদের নিরাপত্তার দায়িত্ব বিএনপির নেওয়ার প্রশ্নই নেই।
 
তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশে যে কেউ যে কারও বিরুদ্ধে কথা বলা এবং সমালোচনা করতে পারে। কিন্তু ডাকসুর সাবেক ভিপি নুরের ওপর হামলা ন্যাক্কারজনক।
 
এসময় তারেক রহমান প্রসঙ্গে রিজভী বলেন, তাকে কারাগারে নেওয়ার উদ্দ্যেশ্যে ছিল এ জাতিকে পরাভূত করা।

MMS
আরও পড়ুন