গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তার অভিযোগ, নুর সম্পূর্ণ সুস্থ না হওয়া সত্ত্বেও ‘সুস্থ’ দেখানোর পরিকল্পনা চলছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘নুরের নাক দিয়ে এখনও রক্ত পড়ছে, নাকের গঠন আরও বিকৃত হয়েছে, মাথায় গুরুতর আঘাত রয়েছে। তিনি ঠিকভাবে হাঁটতে পারছেন না, মুখ হা করতে পারছেন না।’
রাশেদ আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে নুরুল হক নুরকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর কথা বলা হয়েছে। পরিবেশ উপদেষ্টা তাদের জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে নুর ভাইয়ের প্লেনে উঠার মতো অবস্থাও নেই। আমরা সিঙ্গাপুর নিয়ে তাকে চিকিৎসার জন্য দাবি জানিয়েছি। হয়তো আরও কিছুটা সুস্থ হলে আগামী এক সপ্তাহের মধ্যে বিদেশে নেওয়া সম্ভব হতে পারে।’
নুরকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয় : মির্জা ফখরুল