শেখ হাসিনা যদি পালিয়ে যান, তবুও প্রশাসনের ভেতরে থাকা তার সহযোগীরা অন্তর্বর্তী সরকারের অবাধ-সুষ্ঠু নির্বাচন পরিচালনায় বাধা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় দলীয় এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন। তিনি আরও বলেন, যারা অপরাধে জড়িত তাদেরকে পাসপোর্ট বিভাগ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
রিজভী জনগণের শক্তির ওপর আস্থা প্রকাশ করে বলেন, জনগণের শক্তির ওপর কোনো বড় শক্তি নেই। অবশেষে জনগণের শক্তিই শেখ হাসিনাকে পরাজিত করবে এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে।
সংবিধান সংশোধনের প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংশোধন নির্বাচিত সংসদের মাধ্যমে হতে হবে, অন্য কোনো কিছুকে আইনের বাইরে বিবেচনা করা যাবে না। এ সময় জেলা বিএনপির বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্র আনতে হবে : আমীর খসরু