স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১০ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে তিনি ঢাকা ত্যাগ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, রাহাত আরা বেগমের চিকিৎসকের সময়সূচি আগে থেকেই ঠিক করা ছিল। নির্ধারিত চিকিৎসা শিডিউল অনুযায়ী তারা সিঙ্গাপুরে গেছেন।
তিনি জানান, বুধবার সকাল ৮টা ১০ মিনিটে ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন ফখরুল সাহেব ও তার স্ত্রী। তবে চিকিৎসার জন্য তারা কতদিন সিঙ্গাপুরে থাকবেন, সে বিষয়ে কিছু জানাননি শায়রুল কবির খান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত মাসেও সিঙ্গাপুরে নিজের চোখের চিকিৎসা করিয়ে ফিরেছেন। এবার স্ত্রী রাহাত আরা বেগমের স্বাস্থ্য পরীক্ষার জন্য পুনরায় সিঙ্গাপুর গেলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাহাত আরা বেগম দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং বিশেষজ্ঞ পরামর্শের জন্য তাকে বিদেশে নিতে হয়েছে।
মির্জা ফখরুলের এই সফরের খবরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার স্ত্রীর সুস্থতা কামনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাকর্মীরা রাহাত আরা বেগমের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট দিচ্ছেন।
খালেদা জিয়াকে ফল পাঠালেন ভুটানের রাষ্ট্রদূত
‘একদলীয় শাসনব্যবস্থা থেকে জাতিকে মুক্ত করেছে বিএনপি’