ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অন্যায়ের কাছে মাথানত করা যাবে না: শিবির সভাপতি

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৩:০২ এএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই মানে হাসিনার পতন নয়, জুলাই মানে ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে থাকা। প্রয়োজনে শহীদ হবো, তবুও অন্যায়ের কাছে মাথানত করা যাবে না। 

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ফেনীতে ছাত্রশিবিরের জেলা ও শহর শাখার সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবিরের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, ক্ষমতার পরিবর্তন নয়, আমরা বিজয় পেয়েছি। এখন কেউ বাধা দেন না। ডাকসু, জাকসুতে জয় পেয়েছি। এক সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের নামও মুখে নেওয়া যেত না। এখন সাধারণ শিক্ষার্থীরা শিবিরের দিকে ঝুঁকছে।

জ্ঞান অর্জনের কথা উল্লেখ  করে তিনি বলেন, বিজয়ের পর অহংকারী হওয়া যাবে না। অনেক কিছু অর্জন করেছি মনে করলে পতন সেখান থেকেই শুরু হয়। সুযোগকে আমানত মনে করে কাজে লাগাতে হবে। কুরআন-হাদিস ও একাডেমিক জ্ঞান অর্জন করতে হবে। কাঙ্খিত নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
 
শিবির সভাপতি বলেন, হায়াত সংকীর্ণ, স্বপ্ন বড়। এজন্য সময় নষ্ট করা যাবে না, পরিশ্রম করতে হবে। রাসূল (সা.) অল্প সময়ে বহু বিজয় অর্জন করেছেন। দেশের সমসাময়িক দলের অনুসারীদের মতো হলে চলবে না। মূর্খের সঙ্গে বিতর্ক করা ঠিক নয়।

LH
আরও পড়ুন