ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ‘গণঅভ্যুত্থানের ঐক্য ও সংহতি বিনষ্ট এবং দেশের বর্তমান অনিশ্চিত পরিস্থিতির জন্য আপনি বা আপনারা কাকে বা কাদের দায়ী করবেন?”
নুরের এই প্রশ্ন ঘিরে ফেসবুকে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। পোস্টটিতে ইতোমধ্যে প্রায় ১১ হাজার রিঅ্যাক্ট এবং ৯ হাজার ১০০-এর বেশি মন্তব্য পড়েছে।

রবিউল ইসলাম নামে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘সব রাজনৈতিক দল ফেরেশতা নয়। সবারই কমবেশি দোষ আছে। তবে প্রশাসন এককভাবে দলের হয়ে কাজ করছে এটাই মূল সমস্যা।’
নিয়াজ মাখদুম নামে আরেকজন লিখেছেন, ‘শত শত ছাত্রের ত্যাগের বিনিময়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার পরেও যারা ব্যক্তিস্বার্থে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, একদিন তাদের বিচারের মুখোমুখি হতে হবে।’
হালিথ ইকবাল নামে আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘যারা ২৪-কে বাপ-দাদার সম্পত্তি বানিয়ে ফেলেছে, তারাই দায়ী।’
নুরুল হক নুরের এই পোস্টটি স্বল্প সময়েই ভাইরাল হয়ে পড়েছে এবং অনেকে এর মাধ্যমে রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহিতা ও আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন।
চিকিৎসা শেষে দেশে ফিরলেন নূর