হিন্দুদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্লোগান ধরে বলেন, হিন্দু-মুসলিম ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। এসময় সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনও এই স্লোগান ধরেন।
শনিবার (৮ নভেম্বর) ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে হিন্দু প্রতিনিধি সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনাসভার আয়োজন করে মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট।
মির্জা ফখরুল বলেন, আমরা চাই অতীতের তিক্ততা ভুলে, পুরোনো বিভাজন পেছনে ফেলে একটি সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। জিয়াউর রহমান সেই বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। এমন একটি বাংলাদেশ, যেখানে সব ধর্ম-বর্ণের মানুষের অধিকার সংরক্ষিত থাকবে, সবাই সমানভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সুযোগ পাবে। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, যেখানে অসাম্প্রদায়িকতা, প্রগতিশীলতা, গণতন্ত্র ও সমৃদ্ধির ভিত্তিতে নতুন সূচনা হবে।
এ সময় মাতুয়া বহুজন সমাজের কাছ থেকে পাওয়া দাবি তারেক রহমানের কাছে তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এই দাবিগুলো তখনই বাস্তবায়ন হবে যখন তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদে বসাতে পারবেন।
কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান
সংবিধানে গণভোট নিয়ে কিছু নেই: আমীর খসরু