ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই শিক্ষকদের দাবিদাওয়া মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সমাবেশে তিনি এ আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী।
নূর বলেন, ‘সরকারের এখন শেষ সময় চলছে। নবম পে-স্কেল নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে। আমরা আশা করি, সরকার বেতন কাঠামোর যৌক্তিক সমাধান দিয়ে যাবে। নির্বাচন হওয়ার আগেই শিক্ষকদের দাবিদাওয়া মেনে নেওয়া জরুরি।’
তিনি বলেন, ‘রাষ্ট্রকে ঠিক করতে হলে প্রথমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থার উন্নয়ন করতে হবে। বেতন কাঠামোর বৈষম্য দূর করা জরুরি। কেউ পাচ্ছে ৮ হাজার আর কেউ ৭০ হাজার- এ বৈষম্য চলতে পারে না।’
এসময় দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক মো. লুৎফর রহমান বলেন, ‘আগামী ৩০ নভেম্বরের মধ্যে পে-কমিশনের রিপোর্ট পেশ না হলে, ১ ডিসেম্বর থেকে আমরা রাজপথে নামবো। ১৫ ডিসেম্বরের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে।’
প্রতিনিধি সমাবেশে বক্তারা বলেন, নবম পে-স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করতে হবে। ১:৪ কাঠামো, ১২ গ্রেড এবং সর্বনিম্ন ৩৫ হাজার টাকা মূল বেতনে নতুন পে-স্কেল ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট আকারে বাস্তবায়ন করতে হবে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী নির্বাচনের আগে পে-স্কেল গেজেট প্রকাশ বাস্তবায়ন না হলে আমরা কেউ নির্বাচনে অংশ নেব না।
৩ বছরেও মেলেনি অবসরভাতা, বিনাচিকিৎসায় শয্যাশায়ী শিক্ষক
সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল