রাজনীতিবিদদের হাতেই রাজনীতি থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার (২৩ নভেম্বর) নয়াপল্টনের ভাসানী ভবনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটুর রূহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘অন্য কেউ এলে সেই উপলব্ধি বুঝবে না যে বাতাস নির্মল হওয়া দরকার, পানি পরিষ্কার হওয়া দরকার। আমরা যদি এই পরিস্থিতি থেকে উন্নতি করতে না পারি, তাহলে আমরা একটা শূন্যগর্ভ অবস্থার দিকে চলে যাব। তখন বাসযোগ্য বাংলাদেশ, বাসযোগ্য পৃথিবী আমরা আর পাব না।’
তিনি বলেন, ‘যারা খাল দখল, বিল ভরাট ও ভূমিদস্যুতায় জড়িত, তারাই এখন সমাজের অধিপতি ও রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভূত হচ্ছে, এদের প্রবল প্রতাপের সামনে মাস্টার্স পাস করা মেধাবী তরুণরাও অসহায়।’
রিজভী প্রয়াত নেতা সাইফুল ইসলাম পটুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘পটু ছিলেন একজন ‘দলপাগল’ কর্মী, যিনি গুরুতর অসুস্থতা থেকেও বেঁচে ফিরে আবার দলের কর্মসূচি ও মিছিলে সক্রিয় হয়েছিলেন। তার ঘাম, তার দলের জন্য সাহসিক ভূমিকা রাখা কোনো কিছুতেই বিন্দুমাত্র ত্রুটি ছিল না।’
তিনি বলেন, ‘হাসিনার সাড়ে ১৪ বছরের আক্রমণাত্মক সময়ের মধ্যেও, পুলিশের গুলি, ভয়ঙ্কর লাঠিচার্জের মধ্যেও আমি তাকে আমার পাশে দৌড়াতে দেখেছি। পটুর মতো অনেক জীবন উৎসর্গকারী, পরিশ্রমী ও মেধাবী নেতা সমাজে উপযুক্ত মূল্যায়ন পান না।’
জেনোসাইডের হুমকি জনগণ ভালোভাবে নেবে না, জামায়াত আমিরকে রিজভী
নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না: নাহিদ