ভাঙ্গায় বাস–ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলফার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়, সৃষ্টি হয় তীব্র ভোগান্তির।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার প্রাণী সম্পদ অফিসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ট্রাকের চালক নবীন শেখ (২২) এবং হেলফার রাশেদ (৩০)। নবীন শেখ ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার শেখ মজিদের ছেলে। হেলফার রাশেদের বাড়ি ও বাবার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী লিজা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ইটভাটার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলফার রাশেদ নিহত হন। গুরুতর আহত অবস্থায় ট্রাকের চালক নবীন শেখকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক এবং বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং সড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেন। দুর্ঘটনার কারণে কিছু সময় ঢাকা–বরিশাল মহাসড়কের ওই অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলফার নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, ওই এলাকায় দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়কে গতি নিয়ন্ত্রণ ও বাড়তি নজরদারির দাবি জানিয়েছেন।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত